বিধায়ক নির্বাচিত হয়েই কোভিড মোকাবিলার কাজে নবনির্বাচিত বিধায়ক লাভলী মৈত্র।

বিধায়ক নির্বাচিত হয়েই কোভিড মোকাবিলার কাজে নবনির্বাচিত বিধায়ক লাভলী মৈত্র।

২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েই কোভিড মোকাবিলার কাজে নেমে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমুল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক লাভলি মৈত্র।রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বের সাথে কোভিড মোকাবিলা নিয়ে আলোচনা করেন তিনি।নবনির্বাচিত বিধায়ক জানান,সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় কোভিড মোকাবিলায় সেফ হোম তৈরি করা হবে।এর জন্য ৪টি জায়গা তারা পরিদর্শন করেছেন এবং গোটা বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্যদপ্তরকেও।তারা এসে আগামী দু-একদিনের মধ্যে পরিকাঠামো ঘুরে দেখবেন।তাদের পরামর্শ অনুযায়ী সেফ হোম তৈরির কাজ শুরু হবে। এছাড়া মানুষকে সাহায্যের জন্য ও অক্সিজেন সরবরাহ করার জন্য বিধায়কের পক্ষ থেকে একটি হেল্প লাইন নাম্বারও চালু করা হবে।এই বিধানসভা এলাকার প্রত্যেকে যাতে কোভিডের টিকা পান তারও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লাভলি মৈত্র।এছাড়া কোভিড পরীক্ষার পরিকাঠামো কি করে বাড়ানো যায় ও বিভিন্ন জায়গায় গিয়ে কোভিড টেস্ট করা যায় সেটিও দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই তারকা বিধায়ক।বিধায়কের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 9 =