যাদের নাম শুনলেই আতঙ্ক কিন্তু সৌন্দর্যের নিরিখে তারা পৃথিবীর সেরা প্রাণীদের মধ্যেই একটি। বহুবার দেখা যায় বিভিন্ন জায়গায় সর্প আতঙ্ক । তবে এবার কিন্তু আতঙ্ক নয় সাহসিকতার পরিচয় দিল হুগলি প্রেসক্লাব।

চুঁচুড়ায় রূপনগর মাঠের পাশেই অবস্থিত প্রেসক্লাব ওফ হুগলি। খবর সংগ্রহের পরে খবর পাঠানোর জন্য বা ফাঁকা সময় এখানে এসেই আড্ডা দেন জেলার সাংবাদিকরা। আজ বিকালে তেমনি বেশ কিছু সাংবাদিক বসেছিলেন হুগলি প্রেসক্লাবে হঠাৎই দেখা মিলল সর্প মহারাজের। যদিও এতে আতঙ্কিত হননি সাংবাদিকরা। বরঞ্চ খবর দেওয়া হয় সর্প উদ্ধারকারীকে। সর্প উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিং এসে সাপটিকে উদ্ধার করেন। তিনি বলেন,এটি বাংলায় ঘরচিতি নামেই পরিচিত। যে অঞ্চলে ক্লাবটি অবস্থিত তার পাশেই ফুটবল মাঠ জঙ্গল আছে সেখান থেকে বা বিষবিহীন এই দু ধরনের সাহাবী আসার প্রবণতা থাকে। অবশ্যই সাপ জেনে রাখা দরকার এবং সতর্ক থাকা প্রয়োজন এবং কোন কারণে সাপ কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করা দরকার। তাহলে যত তাড়াতাড়ি চিকিৎসা হবে যত তাড়াতাড়ি রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সাপ হচ্ছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ প্রাণী তাই একে মারবেন না। কোন জায়গায় সাপ ঢুকলে সর্প উদ্ধারকারীদের খবর দিন। এতে সাপটিও বেঁচে যাবে মানুষও বেচেঁ যাবে। তার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 10 =