মঙ্গলবার দুপুরে বহরমপুর চুঁয়াপুর কাস্টমস এর সুপার অরিজিৎ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তারা গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে বীরভূম জেলার ইলামবাজার এলাকায় বারো চাকার একটি ট্রাককে আটক করে। সেই ট্রাক থেকে উদ্ধার হয় ৪৬৩ কেজি পোস্তর খোসা। গ্রেফতার করা হয় পর্বত সিং ও বলজিৎ সিং নামে দুই ব্যক্তিকে। ধৃতরা হরিয়ানা থেকে ট্রাকটি নিয়ে আসে এবং রাস্তার মধ্যে তারা রেলের কিছু যন্ত্রাংশ তারা গাড়িতে লোড করে। তারপর বীরভূমের ইলামবাজারে এসে ওই গাড়িতে পোস্তর খোসা লোড করে। বিপুল পরিমান পোস্তর খোসা দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে যে, এই ধরনের পাচারের কাজ তারা আগে থেকেই করে। উদ্ধার হওয়া পোস্তর খোসার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =