‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’…

আরো এক নক্ষত্রের পতন। সংগীত জগতে এক যুগের অবসান।প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টায় কলকাতার চেতলার বাড়িতেই জীবনাবসান সঙ্গীতশিল্পীর।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নির্মলা মিশ্রের।রাতে নার্সিংহোমেই রাখা হবে সঙ্গীতশিল্পীর দেহ।
‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখিরে’-র মতো জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শিল্পী নির্মলা মিশ্র। সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যুগে নির্মলা মিশ্রের গানও মন কেড়েছে বাঙালির।এর আগেও অসুস্থ হয়েছিলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।বার্ধক্যজনিত কারণেও ভুগছিলেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।শিল্পীর প্রয়াণে শোকের ছায়া সংগীত মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + seventeen =