পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়র ‘অপা’ নামক বাড়িটি দলিল প্রকাশ্যে

২০১২ সালে ২০ লক্ষ টাকা দিয়ে শান্তিনিকেতনে ‘অপা’ নামক বাড়িটি কিনে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। সেই দলিলই প্রকাশ্যে এসেছে। প্রায় সময় এই বাড়িতে সময় কাটাতে আসতেন তারা, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে৷
এসএসসি দূর্নীতি কাণ্ডে বহিষ্কৃত শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়৷ এরপরে পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের নামে-বেনামে নানান সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী ইডি অফিসারেরা৷ শান্তিনিকেতনেও দুজনের নামে-বেনামে একাধিক সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছিল৷ তবে শান্তিনিকেতনের ফুলডাঙায় ‘অপা’ নামক বাড়িটি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই কেনা৷ এমনই একটি দলিল প্রকাশ্যে এসেছে৷ ২০১২ সালের জানুয়ারি মাসে এই বিলাশ বহুল বাগানবাড়িটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন তারা৷ কলকাতার এক দম্পত্তির কাছ থেকে বাড়িটি কেনেন পার্থ-অর্পিতা৷ দুজনের নামে বোলপুরে রেজিস্ট্রি করেন তাঁরা৷
অর্থাৎ, ‘অপা’ বাড়িটি পার্থ-অর্পিতার নামেই তা কার্যত স্পষ্ট। এছাড়াও, একাধিক বাড়ি, ফ্ল্যাট, রিসর্ট নামে-বেনামে রয়েছে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =