এম আর আই করাতে এসে মেশিনে আটকে গেলো রোগিণী। চাঞ্চল্যকর অভিযোগ ডোমজুড়ের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।
এমআরআই করাতে এসে টানা প্রায় ঘন্টা দুয়েক মেশিনেই আটকে রইলেন রোগিণী। এর জেরে উদ্বিগ্ন হয়ে পড়েন রোগিণীর পরিবার। হাওড়ার ডোমজুড়ের এক বেসরকারি হাসপাতালে শনিবার ওই ঘটনা ঘটে। মমতাজ বেগম নামের ২৬ বছরের এক রোগিণী এমআরআই করাতে যান। অভিযোগ, সেখানে তখন কোনও প্রশিক্ষিত কর্মী ছিলেন না। ফলে ওই কর্মী রোগিণীর এমআরআই পরীক্ষা করতে গিয়ে নিজেই নাস্তানাবুদ হন। ফোনে কারও সঙ্গে যোগাযোগ করে মেশিন অপারেটিং করতে যান তিনি। এদিকে এতো দেরি হচ্ছে দেখে রোগিণীর পরিবার হাসপাতালের ভিতরে ঢুকে যান। গিয়ে দেখেন ওই অবস্থা। অপ্রশিক্ষিত একজন কর্মীকে দিয়ে কেন এমআরআই করানো হচ্ছে তা নিয়ে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। মেশিনের মধ্যেই রোগিণী আটকে ছিলেন বলে পরিবারের অভিযোগ। ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। হাসপাতালের হেড টেকনিশিয়ানের অনুপস্থিতিতে ওই অপ্রশিক্ষণপ্রাপ্ত কর্মীকে দিয়ে তারা এমআরআই করাচ্ছিলেন বলে রোগিণীর পরিবারের অভিযোগ। তাঁদের অভিযোগ, এতে বড়ো কোনও অঘটন ঘটলে তার দায় কে নিতো ?