কাঁকিনাড়া পানপুর বালকবৃন্দ পূজা কমিটি।

এবছর কালীপুজোয় মেতে উঠেছে কাঁকিনাড়াবাসী। কাঁকিনাড়ার অন্যতম পুজো হলো পানপুর বালকবৃন্দ পুজো কমিটি।এবছর তাদের পুজো ৩৫ বছরে পদার্পণ করলো।তারা এবছরের মণ্ডপসজ্জা একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করেছেন যা সম্পূর্ণ ভিন্ন। কাপড়ের উপর ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে মণ্ডপটিকে একটা আলাদা রূপ প্রদান করেছেন।এছাড়া মায়ের যে রূপ তাও অনেকটাই অভিনব।শুধু মা কালিকেই নয় কৃষ্ণকেও মণ্ডপে সাজানো হয়েছে। করোনা আবহে যাতে সোশ্যাল ডিস্টান্স বজায় রাখা যায় তার জন্য একটি প্রবেশ এবং ২টি প্রস্থান পথ করা হয়েছে। পাশাপাশি মণ্ডপে প্রবেশের মুখে সানিটাইজিং টানেল বসানো হয়েছে যাতে মণ্ডপ দেখতে এসে দর্শনার্থীদের মধ্যে কোনোভাবেই সংক্রমণ না ছড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =