গলব্লাডার অপারেশন করতে গিয়ে পিত্তথলি কেটে বাদ,ভুল চিকিৎসায় প্রাণ গেল রোগীর।

গলব্লাডার অপারেশন করতে গিয়ে পিত্তথলি কেটে বাদ,ভুল চিকিৎসায় প্রাণ গেল রোগীর।

ভুল চিকিৎসার জেরে প্রাণ গেল এক মহিলার।চাকদহের এক বেসরকারি নার্সিংহোমের ঘটনা।গলব্লাডার অপারেশন করতে গিয়ে পিত্ত থলি কেটে ফেলার অভিযোগ উঠলো চাকদহের ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে।সূত্রের খবর,পয়লা এপ্রিল চাকদহের বাসিন্দা রহনা মন্ডল নামে ওই রোগীকে গলব্লাডার অপারেশনের জন‍্য চাকদহের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে তার পরিবার।অপারেশন করার সময়ই চিকিৎসক তার পিত্তথলি কেটে ফেলে,এমনটাই অভিযোগ রোগীর পরিবারের।এরপরই ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।তড়িঘড়ি ওই মহিলাকে কলকাতায় স্থানান্তরিত করে নার্সিংহোম কতৃপক্ষ।রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই রোগীর এই পরিস্থিতি।ঘটনার জেরে বৃহস্পতিবার নার্সিংহোমে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা।তবে নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি স্বীকার করে ওই পরিবারকে লিখিত দেয় চিকিৎসার সমস্ত খরচা বহন করবে নার্সিংহোম কর্তৃপক্ষ।বুধবার মৃত্যু হয় ওই মহিলার। তবে মৃত্যু ঘটলেও চিকিৎসার টাকা পায়নি মহিলার পরিবার।টাকা না পাওয়ায় নার্সিংহোমের খরচ মেটাতে পারছিলেন না তারা। নার্সিংহোমের বিল না মেটানোয় দেহ পাচ্ছিলেন না পরিবার। আর তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − seven =