আজ ২২ গজে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স

রাজস্থান শিবিরে চোট আঘাত কোনও সমস্যা নেই। আজকের ম্য়াচেও দলের উইনিং কম্বিনেশন না ভাঙার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে টসের ওপর নির্ভর করবে হয়ত যে কোন প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে নেওয়া হতে পারে। রাজস্থান রয়্য়ালসের সবচেয়ে প্লাস পয়েন্ট শক্তিশালী বোলিং লাইন আপ। বাঁহাতি বোল্টের সঙ্গে প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গার তাঁর প্রথম আইপিএল মরশুমেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রতি ম্য়াচেই এই জুটি চাপে ফেলেছে পাওয়ার প্লে-তে। এছাড়া মিডল ওওভারগুলোতে রয়েছে চাহাল ও অশ্বিনের জুটি। সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলতে নামবে সঞ্জু স্যামসনরা। গত ম্য়াচে বাটলার সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইংরেজ ব্যাটারের রানের মধ্যে ফেরা ইতিবাচক দিকে রাজস্থান রয়্যালসের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + eleven =