মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের গোবরাঘাট পরিদর্শন করতে আসেন ব্লক প্রশাসনিক কর্তারা। আর এই ব্লক প্রশাসনের আধিকারিকদেরকে সামনে পেয়ে গোবরা ঘাটের মাঝিরা তাদের অভিযোগ তুলে ধরলেন আর এই অভিযোগ মনোযোগ সহকারে ব্লক প্রশাসনের আধিকারিকেরা। তাদের দাবি ছিল পূর্বকালে ঘাট মালিকদের থাকার ঘর তালা বন্ধ হয়ে পড়েছিলেন দীর্ঘদিন ধরে সেই তালা খোলার জন্য বারংবার ব্লক প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক আবেদন করেছেন মাঝি ভাইরা। এদিন ব্লক প্রশাসনের আধিকারিকদের পেয়ে মাঝি ভাইদের বন্ধ ঘরের তালা খুলে দেওয়ার আহবান জানাই। আধিকারিকরা সব শুনে নিয়ে বন্ধ ঘরের তালা খুলে তাদের হাতে তুলে দেন । আর এই ঘর পেয়ে মাঝিরা ধন্যবাদ জানাই ব্লক প্রশাসনিক আধিকারিকদের।ঘাট কমিটির সদস্য মানজারুল গায়ুস জানান চলতি বছরের মে মাস থেকে ঘাট আমাদের অধীনে থাকলেও ঘাটের মাঝিদের বিশ্রামঘর পূর্বকালে ঘাট মালিকদের দখল করে রেখেছিলেন, বহুবার প্রশাসনকে জানানোর পর আজকে ঘরটি তালা ভেঙে আমাদের হাতে তুলে দেন। এ বছর জেলার পরিষদ থেকে লাইফ জেকেট দেওয়া হয় নি।তবে আমার জল বৃদ্ধির জন্য কম যাত্রী নিয়ে নদী পারাপার করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =