জগন্নাথদেব এবং রথের ছবি সম্মিলিত বিশেষ ডাকখাম ও পোষ্টকার্ডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল শ্রীরামপুর মাহেশে।ভারতীয় ডাকঘরের ব‍্যবস্থাপনায় ও শ্রীরামপুর পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির প্রাঙ্গনে।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় মাহেশের এই জগন্নাথ দেবের মন্দিরকে পর্যটনকেন্দ্র হিসাবে ঘোষনা করেছিলেন।মুখ‍্যমন্ত্রীর এই ঘোষনাকে স্মরনীয় করে রাখার জন‍্য ভারতীয় ডাকঘরের এই সিদ্ধান্ত।বেদমন্ত্র পাঠ ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী।এই অনুষ্ঠানে জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা,পৌর প্রতিনিধি গৌর মোহন দে, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইন ও অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যাক্তিরা এবং ভারতীয় ডাক বিভাগের আধিকারিকগন।ডাক বিভাগের এই সিদ্ধান্তে ভক্তদের মধ‍্যেও খুশির হাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + three =