জলপাইগুড়িতে বাম কর্মীদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার

পুরভোটে জলপাইগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও ছাপ্পা ভোট দেওয়ানোর অভিযোগ তুলে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে জখম হলেন সিপিএমের নেতা কর্মীরা। সোমবার দুপুরে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের কাছে পুরভোটে তৃণমূলের সন্ত্রাস ও ভোট লুঠের প্রতিবাদ জানাতে সিপিএমের নেতা কর্মীরা স্মারকলিপি জমা দিতে যান। এই সময়ে পুলিশ বাধা দেয় তাঁদের। এলোপাথাড়ি লাঠি চালানো হয় বলে অভিযোগ সিপিএমের। দলের মহিলা কর্মীদের উপরেও পুরুষ পুলিশ কর্মীরা লাঠি চালায় বলে অভিযোগ। ঘটনায় দলের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য সহ অনেকেই জখম হয়েছেন। সলিল আচার্য বলেন, “শাসক দলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। নির্বিচারে লাঠি পেটা করা হয়েছে আমাদের। পুলিশের এ হেন আচরণের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =