জলপাইগুড়িতে ভিডিও কল করে তিস্তা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।

সকাল থেকে তিস্তা নদীতে যুবকের সন্ধ্যানে তল্লাশী চালাচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা।নিখোঁজ যুবকের নাম ধীরাজ প্রজাপতি(২৯)।জানা যায় ,রবিবার রাত ১২টা নাগাদ তিস্তা সেতুতে দাঁড়িয়ে ধীরাজ প্রজাপতি নামে এক যুবক বাড়ির সবাইকে ভিডিও কল করেন।এমনকি তিনি যাকে ভালোবাসতেন তাকেও কনফারেন্স কল করে আত্মহত্যা করার কথা বলেন।ভিডিও কল করতে করতেই তিস্তা সেতুর থেকে ঝাঁপ দেয় ধীরাজ।এরপর খোঁজাখুঁজি শুরু হয়।ধীরাজের দাদা মনোজ প্রজাপতি জানান,” ভাই দোকানে কাজ করত।রবিবার রাত ১২ টা নাগাদ আমাদের সবাইকে ভিডিও কল করে আত্মহত্যা করার কথা বলে।আমরা বুঝে ওঠার আগেই সে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়।আমরা পুলিশকে জানাই।” রাত থেকেই খোঁজাখুঁজি চলছে।ঘটনাস্থলে কোতয়ালি থানার পুলিশ রয়েছে।মনোজ জানান, বাড়িতে কোন সমস্যা আমাদের ছিল না কেন এমন করল বুঝতে পারছি না।ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =