বাঁধ উপচে জল ঢুকে প্লাবিত সুন্দরবনের রূপমারি গ্রাম।

রবিবার দুপুর থেকে চলতে থাকা গভীর নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি এবং রাত ও সকালের জোড়া জোয়ারে এমনিতেই ফুঁসতে শুরু করেছে সুন্দরবনের একাধিক নদী। কালিন্দী, গৌড়েশ্বর ও রায়মঙ্গল সহ একাধিক নদী সোমবার সকাল থেকেই ফুঁসছে।সেই সময় হঠাৎই বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হাউলি পাড়ায় গৌড়েশ্বর নদীর প্রবল জলোচ্ছ্বাসে বাঁধ উপচে জল ডুকছে গ্রামে। যার জেরে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। আতঙ্কিত সুন্দরবনের কয়েক হাজার বাসিন্দা। ক্ষতির মুখে একাধিক শীতকালীন সব্জি ও জলকরের মাছ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনডিআরএফ এর একটি দল দ্রুত সেই স্থানে পৌঁছে এলাকার মানুষকে উদ্ধার করে স্থানীয় একটি ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। ইতিমধ্যে ব্লক প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধের কাজ শুরু করতে বলা হয়েছে। যদি এরকম এক নাগাড়ে বৃষ্টি চলতে থাকে তাহলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় আরো বাঁধ ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করছে স্থানীয়রা।যা এক প্রকার ভয়াবহ চেহারা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 12 =