জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার শুভদ্বীপ বন্দ্যোপাধ্যায় ।

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার শুভদ্বীপ বন্দ্যোপাধ্যায় ।

CBI সেজে জালিয়াতির অভিযোগে গ্রেফতার শুভদীপ বন্দোপাধ্যায় কে দিল্লি থেকে আজ মঙ্গলবার রাজধানী মেলে হাওড়া স্টেশনে আনছে জগাছা থানার পুলিশ। চাঞ্চল্যকর খবর উঠছে দিল্লি ফাইভ স্টার হোটেলে সিবিআই অফিসার হিসেবে রেজিস্টার এর নাম নথিভুক্ত করে। ধরা পড়ার আগে হোটেলের কর্মচারীদের জানান বিশেষ কাজে নেপালে যাবে , হাওড়া জগাছা থানার পুলিশ দিল্লির হোটেলে চার দিনে ৩০ হাজার টাকা বিল মেটান । ৯ : ৪৫ নাগাদ হাওড়া স্টেশনে ৮ নম্বর প্ল্যাটফর্মের রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছায় জগাছা থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিহারে জালিয়াতি লালন বলে এক ব্যক্তির নাম শুভদীপ বন্দ্যোপাধ্যায় জেরায় বলেন সেই লালনের খোঁজে জিজ্ঞাসাবাদ করা হবে সূত্রে জানা যাচ্ছে ।১ : ৩০ নাগাদ শুভদ্বীপ বন্দ্যোপাধ্যায়কে আনা হয় হাওড়া আদালতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 4 =