রথযাত্রায় পুরীতে হবে না ভক্তের সমাগম

রথযাত্রায় পুরীতে হবে না ভক্তের সমাগম

পুরী: করোনা আবহের মধ্যেই সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ।  এবার পুরীর রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের করোনা নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। রথযাত্রা উপলক্ষে থাকছে নিরাপত্তার কড়াকড়ি। এছাড়া প্রচুর সংখ্যায় পুলিশও মোতায়েন থাকবে। রবিবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত পুরীতে জারি কার্ফু।রথযাত্রা উপলক্ষ্যে প্রতি বছরই সমুদ্র-শহর পুরী হয়ে ওঠে জনসমুদ্র। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ তবে দুবছর ধরেই সবকিছুই পালিত হচ্ছে সাদামাটাভাবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 1 =