দিল্লীরোডের নেতাজীর মূর্তি বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীদের একাংশের বচসা।
পুলিশের দাবি এখানে এই স্থানে এই মূর্তি বসানো যাবে না।অন্যদিকে সারা ভারত ফরওয়ার্ড নেতা ও কর্মীদের বক্তব্য এখানে আগে নেতাজীর মূর্তি বসানো ছিল।রাস্তার কাজ হবার জন্য এই মূর্তি সরানো হয়েছিল।তাই তারা এখানেই মূর্তি স্থাপন করবেন।তারা আরো জানিয়েছেন প্রয়াত ফরওয়ার্ড ব্লকের নেতা অশোক ঘোষ এই মূর্তিটি এখানে স্থাপন করেন।তারপর থেকেই এই দিল্লীরোডের বৈদবাটির মোড়টি নেতাজী মোড় নাম হয়।
সকাল থেকে এই নেতাজীর মূর্তি বসানো নিয়ে পুলিশের সঙ্গে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীদের একাংশের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক।এই নিয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশের সূত্রে জানাগিয়েছে।উপযুক্ত কাগজ পত্র ও অনুমতি না এলে এই মূর্তি এখানে বসানো সম্ভব নয়।