সিঙ্গুরে ছুরি মেরে দুই ভাইকে খুন করল প্রতিবেশি যুবক,

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্মল মালিক(৪৫) ও রাজকুমার মালিক(৩৮) সিঙ্গুরের মির্জাপুর বাঁকিপুর গ্রামের বাসিন্দা।আজ বেলা এগারোটা নাগাদ মির্জাপুর বাজারে তাদের সঙ্গে তাদের প্রতিবেশি ভোলা সাঁতরার(৪৫) কোনো কিছু নিয়ে অশান্তি হয়।মদ্যপ অবস্থায় ধারালো ছুরি নিয়ে গিয়ে দুই ভাই এর উপর চরাও হয় ভোলা।এলোপাথারি কোপাতে থাকে।গলায় আঘাত লাগে তাদের।ঘটনায় হতচকিত হয়ে পরেন প্রত্যক্ষদর্শীরা।আততায়ী পালিয়ে যাবার সময় তাকে ধরে ফেলেন বাজারে থাকা লোকজন। সিঙ্গুর থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। গুরুতর আহত দুই ভাইকে সিঙ্গুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়।হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন,দুই ভাই এর সঙ্গে অভিযুক্তের কোনো বিষয় নিয়ে গন্ডোগোল ছিল।সেই কারনে আজ তাদের মধ্যে ঝামেলা হয়।মদ খেয়ে এসে অভিযুক্ত তাদের ছুরি মারে।দুজনেরই মৃত্যু হয়েছে।অভিযুক্ত ভোলা সাঁতরাকে গ্রেফতার করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ জানার চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 5 =