আইপিএল (IPL 2024) একদম শেষ লগ্নে চলে এসেছে। প্রতিটি ম্য়াচই এখন পয়েন্ট টেবিলে থাকা নীচের দিকে দলগুলোর জন্য ডু অর ডাই। আজ আরসিবি (Royal Challengers Bengaluru) মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। ধর্মশালার ২২ গজে বিরাট কোহলি (Virat Kohli)- কাগিসো রাবাডা (Kagiso Rabada) দ্বৈরথ। দুটো দলই ঝুলিতে আট পয়েন্ট করে পুরে নিয়েছে। আরও তিনটি ম্য়াচ খেলবে দুটো দলই। ফলে প্লে অফের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে বাকি ম্য়াচগুলোয় জিততেই হবে দুটো দলকে।

এখানে মরশুমে প্রথম যে ম্য়াচটি খেলা হয়েছিল সেই পিচ যথেষ্ট স্লো ছিল। পেস বোলাররা ও স্পিনাররা পুরনো বলে সাহায্য পাচ্ছিলেন। দিনের বেলার ম্য়াচ ছিল সেটি। রাতের ম্য়াচে ব্যাটাররা প্রচুর রান সাধারণত তুলে থাকেন। আশা করা যায় আজকের ম্য়াচেও ব্যাটাররা প্রচুর রান তুলতে পারবেন বোর্ডে। তবে নতুন বলে পেসাররা সুবিধে পাবে এই পিচ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =