নদীতে উল্টে গেল এফবি শঙ্খচক্র নামের মৎস্যজীবী ট্রলার।
আজ ভোর রাতে জলোচ্ছ্বাস ও দমকা বাতাসের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া- দোয়ানিয়া নদীতে উল্টে গেল এফবি শঙ্খচক্র নামের মৎস্যজীবী ট্রলার। ট্রলারে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। বিপদ বুঝতে পেরে প্রত্যেকেই নদীতে ঝাঁপ দেয়। সাঁতরে পাড়ে ওঠেন। দু মাস বন্ধ থাকার পর আগামী পরশু থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ শিকার। কাকদ্বীপ, নামখানা সহ সব বন্দরে চলছে সমুদ্রে পাড়ি দেওয়ার শেষ প্রস্তুতি। এই ট্রলারটিও নামখানা বন্দরের কাছে প্রস্তুতি নিয়ে তৈরী ছিল। কিন্তু তার আগেই জোয়ারের সময় নদীর জলোচ্ছ্বাস ও দমকা বাতাসে ট্রলারটি পুরোপুরি উল্টে যায়। সকাল থেকে ডুবো ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
