সাত-সকালে শিম্পাঞ্জিকে খাবার দিতে গিয়েই বিপত্তি কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ।

সেও হয়ত তক্কে তক্কে ছিল। সুযোগ বুঝেই খাঁচা থেকে উধাও। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সোমবার সকালে সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই শিম্পাঞ্জি। কলকাতার বুকে আলিপুর চিড়িয়াখানার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। যদিও এই প্রথম নয়, এর আগেও বহুবার খাঁচা থেকে পালানোর চেষ্টা করেছিল এই শিম্পাঞ্জি। যার কারণে বারংবার অস্বস্তির মুখে পড়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হয় শিম্পাঞ্জিটিকে বাগে আনার জন্য , যাতে কোন ভাবে তাকে ঘুমপাড়ানি গুলি কিংবা অন্য কোনো ভাবে আয়ত্তে এনে খাঁচার মধ্যে আনা যায়। স্বাভাবিকভাবেই এই সময় মাথায় রাখতে হয়েছে দর্শকদের সুরক্ষার বিষয়টি। তাই মেন গেট বন্ধ করে দেওয়া হয়। আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফ থেকে নিরাপত্তামূলক সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়, যাতে দর্শকদের কোন ক্ষতি না হয়। যেহেতু সকালবেলার ঘটনা, তাই মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সকালে যখন খাবার দেওয়া হচ্ছিল তখন কর্তৃপক্ষের চোখ এড়িয়ে বেকায়দায় শিম্পাঞ্জিটি খাঁচা থেকে বেরিয়ে আসে। সে বেশ কিছুক্ষণ বাইরে ঘুরে বেড়ায় , আর তাকে ধরার জন্য নাকানিচোবানি খেতে হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। তাদের তখন একটাই লক্ষ্য ছিল , কীভাবে দ্রুত শিম্পাঞ্জিটিকে খাঁচায় নিয়ে আসা যায়। অবশেষে আবার খাঁচায় ফিরিয়ে আনা গিয়েছে শিম্পাঞ্জিটিকে । সোমবার সকালের এই ঘটনায় কালঘাম ছুটে গিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =