নর্দমায় ১১ ফুট চন্দ্রবোড়া,খবর দেওয়া হয় বনদপ্তরে।
বৃহস্পতিবারের ঘূর্ণিঝড় যশ তার সাথে রাজ্যে নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা।একই চিত্র বেলুড়ে।জমা জলে স্বাভাবিকভাবেই সাপ খোপের ভয় থাকে।বেলুড় এম. এল .বি. রোড শান্তিনিকেতন কলোনি এলাকায় একটি বাড়ির নর্দমায় ১১ ফুট চন্দ্রবোড়া সাপ দেখতে পায় এলাকাবাসী।কার্যত আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।বনদপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বনদপ্তরকর্মী এসে ওই সাপটিকে উদ্ধার করে।ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ।