নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু ১৩, শোক প্রকাশ মমতার
নাগাল্যান্ডের মন শহরে শনিবার রাতে নিরাপত্তাবাহিনীর অতর্কিতে গুলির বাণে মৃত্যু ১৩ জনের। আহত হয়েছেন ১১ জন। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের মন জেলায়।শনিবার সন্ধেয় কয়লা খনি থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন মজুর। অভিযোগ,তাদের জঙ্গি ভেবে ভুল করে আচমকা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। আচমকা হামলা চালায়। সূত্রে খবর,শনিবার সন্ধ্যায় মারা যান ৬ জন। রবিবার সকালে মারা যান আরও ৭ জন।ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। ট্যুইটে করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।