মালদার চাঁচলের ইতিহাসে প্রথম নেতাজি মোড়ে মূর্তিবিহীন জন্মজয়ন্তী পালন। জেলাপরিষদের তরফে নতুন মূর্তি বসানোর কাজ শুরু হয়েছিল। আবক্ষ মূর্তির বদলে ছুটন্ত ঘোড়ায় নেতাজির পূর্ণ মূর্তি আনা হয়েছিল। তবে সেই মূর্তি বিকৃত বলে বাসিন্দাদের অভিযোগ। এরপর অভিযোগের ভিত্তিতে মূতি বদলানোর জন্য শিল্পীর কাছে পাঠানো হয় তবে দুমাস অতিক্রান্ত হয়ে গেলেও তা আসেনি। এরপর আজ নেতাজি মোড়ে মূর্তি ছাড়াই ফুল দিয়ে সাজানো হয়েছিল। তবে সেই সব ফুল ছিড়ে ফেলার অভিযোগ ওঠে এক বাসিন্দার বিরুদ্ধে। ওই বাসিন্দা নিজেকে নেতাজি প্রেমী হিসেবে দাবি করেন, যার কারণে তিনি বলেন যে মূর্তি ছাড়া কেন পালন হবে নেতাজির জন্মজয়ন্তী। তার জন্যই ওই বাসিন্দা প্রতিবাদ করেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আটক করে ওই বাসিন্দাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − eight =