নৈহাটি রেলওয়েস্টেশনে উদ্ধার হলো ৯২ টি কচ্ছপ, ঘটনায় উপস্থিত নৈহাটি জিআরপিএস আধিকারিক।

নৈহাটি রেলওয়েস্টেশনে উদ্ধার হলো ৯২ টি কচ্ছপ, ঘটনায় উপস্থিত নৈহাটি জিআরপিএস আধিকারিক।

বুধবার সকালে ভোর ৩.৩০ নাগাদ নৈহাটি জিআরপিএসের অফিসার ও ফোর্স নৈহাটি আরএস এলাকায় ব্যাগের মধ্যে সজ্জিত ৯২ পিস কচ্ছপ উদ্ধার করে।ইতিমধ্যে বন কর্তৃপক্ষ বন্যজীবন সুরক্ষা আইনের অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 2 =