পাঞ্জাবের বড় সাফল্য, বিধ্বংসী ক্লাসেনকে ফেরালেন হর্ষল, ৫ উইকেট হারাল সানরাইজার্স
৩২ বলে অনবদ্য অর্ধশতরান পূরণ করলেন। শেষ দুই ওভারে সানরাইজার্স ৩৫ রান তুলল। ১৬ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৪৬/৫। দুশোর গণ্ডি পার করতে পারবেন নীতীশরা? তিনি ৩৬ বলে ৬৪ ও আব্দুল সামাদ নয় বলে ২১ রানে ব্যাট করছেন।
নীতীশ ও সামাদের বিধ্বংসী ৫০ রানের পার্টনারশিপ ভাঙলেন অর্শদীপ সিংহ। নিলেন তৃতীয় উইকেট। ১৫০ রানে ষষ্ঠ উইকেট হারাল সানরাইজার্স।
সামাদের ঠিক পরের বলেই ৬৪ রানে নীতীশকে ফেরালেন অর্শদীপ। দুরন্তভাবে ম্যাচের মোড় ঘুরল। ফের একবার রাশ পাঞ্জাবের হাতে।
ছক্কা দিয়ে সানরাইজার্সের ইনিংস শেষ হল। লং অনে হর্ষল ক্যাচ তো ধরতেই পারলেন না, বরং তাঁর হাতে লেগেই উনাদকাটের শট বাউন্ডারির বাইরে পড়ল। ১৮২/৯ শেষ হল সানরাইজার্সের ইনিংস। ১৪ রানের অপরাজিত রইলেন শাহবাজ।