পানিহাটি মেলায় পূর্ণাথীদের মৃত্যুর ঘটনায় বন্ধ মেলা, চিন্তায় ব্যাবসায়ীরা
পানিহাটি মহোৎসব তলা দন্ড মহোৎসব চলাকালীন বিশৃঙ্খলা ও মৃত্যুর ঘটনায় বারাকপুর পুলিশ কমিশনারেট ও পানিহাটি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হল উৎসবকে ঘিরে যে মেলা চলছিল সেই মেলা বন্ধ করে দেওয়ার,পানিহাটি দন্ড মহোৎসব উৎসবের এই মেলা এক সপ্তাহ ধরে চলে,বহু দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এ মেলায় ধারদেনা করে পুঁজি লাগিয়ে ব্যবসা করতে আসেন, তাই প্রশাসনের মেলা বন্ধের ঘোষণার পর থেকে ব্যবসায়ীদের মাথায় হাত, যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হলো মেলায় আসা ব্যবসায়ীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ক্রেতা যারা আসেন কেনাকাটা করতে ও ঘুরতে তাদের মধ্যেও একটা বিষাদের ছায়া।