পূর্ব বর্ধমানে মেয়েকে উদ্ধার করতে এসে নিজেরাই পুলিশের জালে
জানা যায়, কয়েকদিন আগে এক উচ্চ মাধ্যমিকের ছাত্রী পাশের গ্রামের এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি , অনেক চেষ্টা চরিত্র করেও মেয়েটির কোনো সন্ধান পায়নি তার বাড়ির লোক। মেয়ে মাঝে মাঝে বাড়িতে ফোন করলে তার পরিবারের লোক তাকে অনেক উপায়ে বোঝানোর চেষ্টা করে তাকে বাড়ি ফিরে আসার জন্য। কিন্তু মেয়ে বাড়ি ফিরতে নারাজ। পরে কিছু পরিচিতদের সাহায্য নিয়ে খোঁজ খবর করে সন্ধান পাওয়া যে মেয়েটি বর্তমানে বর্ধমান শহরের পার্কাস রোড এলাকায় রয়েছে। বুধবার মেমারি থেকে গাড়ি ভাড়া করে মেয়েটির পরিবারের লোক বর্ধমানে আসে মেয়েটি এবং ছেলেটিকে হাতেনাতে ধরার জন্য কিন্তু, তারা সেখানে এসে আরেক বিপদে পড়েন।
যে গাড়িটি ভাড়া করে তাঁরা এসেছিলেন সেই গাড়িটিতে পুলিশের স্টিকার লাগানো ছিল। এলাকাবাসীর সন্দেহ হতেই তাঁরা বর্ধমান থানায় সমস্ত বাষয়টি জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। গাড়ির চালকের আভিযোগ গাড়িটি মেমারির এলাকার এক বাসিন্দার।গাড়িটি ভোট নির্বাচনের সময় ভাড়া খেটে ছিল এবং তখন থেকেই পুলিশের স্টিকারটি লাগানো রয়েছে।
যদিও নির্বাচনের দেড় মাস কেটে যাওয়ার পরেও স্টিকারটি না খোলা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এছাড়াও নির্বাচনের কাজে গাড়িতে পুলিশের স্টিকার লাগানো নিয়ে এক দ্বন্দের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বর্ধমান থানার পুলিশ গাড়িটি এবং ওই গাড়ির চালককে আটক করেছে।