প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের আদালতে পেশ করে ইডি।আজ কোর্টে ফের হেফাজত বৃদ্ধির আবেদনই করা হয় ইডির তরফ থেকে । পাল্টা জামিন পেতে মরিয়া মানিক ভট্টাচার্য এর আইনজীবীরা। কোর্টে বিচারককে মানিক ভট্টাচার্য বলেন,তদন্ত তো চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব। কোথাও পালাব না, তদন্তে সবরকম সাহায্য করব,আমাকে জামিন দেওয়া হোক। তারপরে ঘণ্টা দেড়েকের সওয়াল জবাবের পর বিচারক নির্দেশ স্থগিত রাখেন।