বঙ্গধ্বনি প্রচারে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে বর্ধমান উত্তরের বিধায়ক।

বঙ্গধ্বনি প্রচারে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে বর্ধমান উত্তরের বিধায়ক।

শনিবার বঙ্গধ্বনি যাত্রায় বিধায়ক গিয়েছিলেন বর্ধমান ২ ব্লকের বন্ডুল ২ পঞ্চায়েতের করুই গ্ৰামে।সেখানে রাস্তার দাবীতে ক্ষোভ দেখান বাসিন্দারা।গ্রামবাসীদের দাবী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত গ্রামের জন্য কিছুই করেননি।চাঁদপাল এবং শৈলেগোড়ে পুকুরের মাঝখানে যে রাস্তা রয়েছে, দীর্ঘদিন ধরে সেই রাস্তার খারাপ অবস্থা।বছর কেটে গেলেও রাস্তার হাল ফেরেনি।এই প্রথম ওই গ্রামে গেলেন নিশীথ মালিক এমনটাই দাবি গ্রামবাসীদের।একে পরিষেবা শিকেই, তারপর প্রথমবার বিধায়ক ওই গ্রামে প্রচারে যেতেই তেতে ওঠেন গ্রামবাসীরা। রাস্তার কাজ না হলে আগামী দিনে তাকে ভোট না দেওয়ার হুমকি দেন গ্রামের মহিলারা।তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে কেন কাজ হচ্ছে না তা তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =