বনগাঁর ভারত বাংলাদেশ সীমান্তে ২২ কোটি টাকার সোনা উদ্ধার।

একটি নির্দিষ্ট “ইন্টার” তথ্যের ভিত্তিতে, ভারত বাংলাদেশ সীমান্তে ১৫৮ নম্বর ব্যাটেলিয়ান বিওপি-বনগাঁ থানার গুনারমাঠের BSF_SOUTHBENGAL-এর সজাগ সৈন্যরা ৩২১ টি সোনার বিস্কুট, ০৪টি সোনার বার উদ্ধার করলো এবং একটি সোনার কয়েন, উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও বারের ওজন প্রায় ৪১.৪৯১কেজি, যার আনুমানিক বাজার দর২১.২২কোটি। বিএসএফ সূত্রে খবর ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোনার মাঠ এলাকায় ইছামতি নদীর ধার দিয়ে পাচারকারীরা এই সোনা পাচারের চেষ্টা করছিল সেইসময় কর্তব্যরত জওয়ানারা পাচারকারীদের ধরার চেষ্টা করলে পাচারকারীরা পালিয়ে যায়। বিএসএফ আজ কাস্টমসের হাতে উদ্ধার করা সোনার বিস্কুট তুলে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + five =