বন্ধ হয়ে গেলো টিটাগড় এম্পায়ার জুটমিল, ভবিষ্যৎ অনিশ্চিত ২০০০ শ্রমিকের।

রিপোর্ট: দেবপ্রিয়া দত্ত।
বন্ধ হয়ে গেলো টিটাগড় এম্পায়ার জুটমিল, ভবিষ্যৎ অনিশ্চিত ২০০০ শ্রমিকের।

উৎপাদনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শ্রমিক-মালিক এর মধ্যে চলছিল চাপানউতোর। গতকাল রবিবার রাতেই মিল কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিলে।সোমবার সকালে এ শিফটের শ্রমিকরা এসে দেখে কারখানার গেটে নো ওয়ার্ক নো পে নোটিশ। এরপরই মাথায় হাত শ্রমিকদের। মালিক কর্তৃপক্ষ জানাচ্ছেন, উৎপাদন ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে তাই তাদের পক্ষে মিল চালিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু শ্রমিকরা জানাচ্ছেন, দিনের পর দিন নূন্যতম বেতনের বিনিময়ে তারা কাজ করে চলেছেন এভাবে তারা আর কিভাবে কাজ চালিয়ে যাবেন। এ নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা বারবার এড়িয়ে যাচ্ছেন। এভাবে হঠাৎ করে  সাসপেনশন অফ ওয়ার্কের এর নোটিশ দেওয়াতে কার্যত মাথায় হাত পড়েছে ২০০০ শ্রমিকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 12 =