বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির ২৫ তম বর্ষ উদযাপন করেছে বিভিন্ন কর্মসূচীর মাধ‍্যমে। গত ৪ঠা আগষ্ট ২০২২ একাডেমি থেকে সাত সদস‍্যের একটি দল বাঁকুড়া পুলিশ ও একাডেমির পতাকা সাথে জাতীয় পতাকা নিয়ে লাদাখ হিমালয়ে এক অনামাঙ্কিত পর্বত শৃঙ্গ অভিযানে রওনা দিয়ে গত ১৪ আগষ্ট দুর্গম ও বিপদ সঙ্কুল পর্বত গাত্র বেয়ে সাথে ছিল। প্রতিকুল আবহাওয়া সেই অবস্থায় দলটি শৃঙ্গ চূড়ায় আরোহণ করে।সেই শৃঙ্গের নামকরণ হয় সুভাষ পাল শৃঙ্গ।এই দলটি সফল এবং সুস্থ অবস্থায় একাডেমিতে তথা বাঁকুড়া ফিরে আসে। একটি ছোট অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে অভিযাত্রী দলটিকে ফুল মিষ্টি মালা দিয়ে অভিনন্দিত করেন একাডেমির সহ সভাপতি গৌতম মুখার্জী, উপদেষ্টা মন্ডলীর ডাঃ গৌতম নারায়ন সরকার, অপূর্ব ভকত, গৌতম দে মহাশয় ও একাডেমি সম্পাদক মিলন পতি মহাশয়।উপস্থিত ছিলেন মাননীয় গুনময় কুন্ডু মহাশয়, মাননীয় বুদ্ধদেব সেন মহাশয় এবং ক্লাবের কর্মকর্তা সহ অনেক সদস‍্য।আরো ছিলেন বহু শুভানুধ‍্যায়ী।একাডেমি সদস‍্যগণ আবার অভিযানে যাবার ইচ্ছা প্রকাশ করেন। এই অভিযানে যারা সাহায‍্য ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানান একাডেমি পক্ষ থেকে অপূর্ব ভকত মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 10 =