বাদুড়িয়ায় গাড়ি রাখাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জের, গ্রেপ্তার ,১৯।

পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গাড়ি রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের বাগজোলা এলাকার ঘটনা। গতকাল রবিবার সকাল বেলা রণক্ষেত্র চেহারায় তেঁতুলিয়া-মগরা রোডে রাস্তার পাশে ভাঙা কাচের জিনিসের দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত হয়। গতকাল শনিবার রাত্রিবেলা ওই ভাঙ্গা কাচের গুদামের সামনে চারচাকা গাড়ি রাখাকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জামির হোসেন ঘটনাস্থলে আসলে তাকে অন্য পঞ্চায়েত সদস‍্য তরিকুলের নেতৃত্বে তার অনুগামীরা তাকে বেধড়ক মারধর করে হামলা চালায়। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রবিবার সকালে পঞ্চায়েত প্রধানের বোমাবাজি শুরু হয়। লোহার রড দিয়ে একে অপরের উপরে হামলা চালায়। উভয়পক্ষের ১০ জনকে গুরুতর আহত অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জের ঘটনাস্থলে বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং সরাসরি মত দিয়েছিল বাড়ি ভাঙচুর একে অপরের ওপর হামলা উভয়পক্ষের মোট ১৯ জনকে সোমবার ভোর বেলা ওই এলাকা থেকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ দিত আজ সোমবার বসিহাট মহাকুমা আদালতে রাতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =