‘বাবা-মায়ের ঠিকানা নেই না কি?’ দিলীপ ঘোষের এই কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে রাজভবনে এলো তৃণমূলের 8 সদস্যের প্রতিনিধি দল

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে এবার নালিশ জানাতে রাজভবনে তৃণমূলের 8 জন সদস্য গেলেন রাজ্যপাল যগদীপ ধ্বংকরের কাছে। তাদের দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির শাস্তি।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি সংবামাধ্যমের এক অনুষ্ঠানে গিয়ে অশালীন মন্তব্য করে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে, তিনি সেখানে বলেন,, বাংলায় বলেন বাংলার মেয়ে,,, গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, বাবা-মায়ের ঠিকানা নেই না কি,যেখানে যা ইচ্ছা বলে দেবেন এটা হয় না কি???
দিলীপ ঘোষের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পড়ে শাসক দল। ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে দিলীপের বিরুদ্ধে। টুইট করে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে রাজভবনে গেলেন ৮ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল ব্রাত্য বসু, কুণাল ঘোষ,তাপস রায়, শশী পাঁজা,সাজদা আহমেদ, মালা রায়,নয়না বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে দিলীপ ঘোষের শাস্তির দাবি জানাবেন। তৃণমূল সূত্রের খবর,, দলনেত্রীর এই অপমান কিছুতেই বরদাস্ত করবে না তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 4 =