বিক্ষুব্ধ ৪ বিজেপি নেতাকে বহিষ্কার জলপাইগুড়ি জেলা বিজেপির।

দলের বিরুদ্ধে মুখ খোলায় এবং সমান্তরালভাবে দল পরিচালনার অভিযোগে ৪ বিক্ষুব্ধ বিজেপি নেতাকে সাসপেন্ড করল বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটি।এই মর্মে বৃহস্পতিবার বিকেলে এক প্রেস নোটিশ দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।সদ্য বহিষ্কার হওয়া এই ৪ জন বিজেপি নেতা হলেন প্রাক্তন জেলা সভাপতি অলোক চক্রবর্তী, প্রাক্তন জেলা সম্পাদক অনুপ পাল,গৌতম সরকার ও তপন মোহন্ত।বিজেপি সুত্রে খবর, এই ৪ জন নেতা বর্তমান জেলা সভাপতি বাপী গোস্বামীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছিলেন।তারই পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ২৯ জুলাই তাদের শোকজ করা হয় এবং জবাব দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হয়।বুধবার সেই সময়সীমা পার হয়েছে,কিন্তু সন্তোষজনক জবাব মেলেনি বলেই তাদের বহিষ্কার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 7 =