বুধবার থেকে শুরু মেট্রোর পরীক্ষামূলক সূচনা।

বুধবার থেকে শুরু মেট্রোর পরীক্ষামূলক সূচনা।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার দক্ষিনেশ্বর মেট্রোর পরী‌ক্ষামূলক সূচনা হতে চলেছে।এদিন সকাল ১০:৩০ নাগাদ নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো রেল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততায় কাজ করছেন।সমস্ত পরিসেবা খতিয়ে দেখছেন। দক্ষিণেশ্বর শ্রী রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দের মডেলে সাজানো হয়েছে প্রবেশপথ। এছাড়াও প্লাটফর্মের চারদিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার টেরাকোটা এবং বাংলার শিল্প ছাড়াও হাওড়া এবং দক্ষিণেশ্বরের বিভিন্ন স্থানের ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই নতুন মেট্রো স্টেশনের চারিদিকে। আজকের এই মহড়া সফল হলে আশা করা যাচ্ছে যে আগামী মাসের মধ্যেই দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রো চলাচল শুরু করা হবে। প্রায় দীর্ঘ ৯ বছর পর দক্ষিনেশ্বর থেকে মেট্রো চালু হতে চলেছে, সাধারণভাবেই খুশি সাধারণ বাসিন্দারা। সাধারণ বাসিন্দা থেকে ব্যবসায়ীরা বলছেন, দক্ষিণেশ্বর মেট্রো চালু হলে দক্ষিণেশ্বর-মন্দিরে আসা দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। তার ফলে তাদের ব্যবসার দিকে অনেক উন্নতি হবে। সুতরাং দক্ষিনেশ্বর থেকে মেট্রো পরিষেবা চালু প্রতীক্ষার অবসান হতে চলল বলেই মনে করছেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + sixteen =