ভারত বাংলাদেশ সীমান্তে পদ্মার জলে প্লাবিত জলঙ্গীর ঘোষপাড়া অঞ্চল ।

ভারত বাংলাদেশ সীমান্তে পদ্মার জলে প্লাবিত জলঙ্গীর ঘোষপাড়া অঞ্চল ।

পদ্মার জলে প্লাবিত মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর সহ জলঙ্গির বিস্তীর্ণ অঞ্চল।মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের কয়েকটি লক গেট খুলে দেওয়ার ফলে জল বেড়েছে পদ্মায়। পদ্মার জল হু হু করে ঢুকছে সীমান্তের গ্রাম গুলিতে । ঘরবাড়ি, রাস্তাঘাট, চাষের জমিতে জল ঢুকে ফসল নষ্ট হয়েছে বিঘার পর বিঘা।অনেকের পাটের জাগ ভেসে বাংলাদেশ চলে গেছে। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন যাপন করছেন জলঙ্গির বন্যা প্লাবিত এলাকার মানুষ। অভিযোগ বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া পদ্মা নদীর চরের বসবাস কারীদের অবস্থার কোনো পরিবর্তন হয়না।ভারত বাংলাদেশ সীমান্তে উদয় নগর চর কলোনি, হিন্দু কলোনি, টলটলি ,পরাসপুর চরের বসবাস কারীদের অবস্থা সংকটজনক হয়ে পড়েছে। নেই কোনো রাস্তা ঘাট, বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের কোনো ব্যবস্থা। ডিঙি ব্যবহার করছেন এলাকার জলবন্দি মানুষ।এলাকায় সাপ ও পোকা মাকড়ের উৎপাত বেড়েছে।এলাকায় একটি ২০০ মিটারের বাঁধ নির্মাণের দাবী উঠেছে। এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =