ভোররাত্রে হাওড়া সালকিয়া বাধাঘাটে চটের গোডাউনে আগুন।
ভোররাতে বিধ্বংসী আগুনের কবলে হাওড়া সালকিয়া বাধাঘাটের চটের গোডাউন। স্থানীয় বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলকে খবর দেয়। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।দমকলকর্মী এবং আশেপাশের কারখানার শ্রমিকরা মিলে গোডাউনের সাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা করে। চটের গোডাউন আগুনে প্রায় ভস্মীভূত।ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েক লক্ষ টাকার।