ভোর থেকে অসুস্থ সাংসদ মিমি,উদ্বেগ বাড়াচ্ছে ভুয়ো টিকা।
গত মঙ্গলবার কসবার এক টিকাকরণ কেন্দ্র থেকে করোনা টিকা নিয়েছিলেন সাংসদ মিমি চক্রবর্তী।সাধারণ মানুষকে উৎসাহ দিতেই ওই টিকাকরণ কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী সাংসদ।কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে ওই টিকাকরণ কেন্দ্র থেকে এমনকি ফোনেও কোনও সার্টিফিকেট বা নোটিফিকেশন না আসায় সন্দেহ হয় অভিনেত্রী মিমির।খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি।এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি।পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে,দেবাঞ্জন দেব নামে এক ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন।ভুয়ো ভ্যাকসিনচক্রের শিকার হয়েছেন মিমি চক্রবর্তী।এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এরপরই গত শুক্রবার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যাতে না ছড়ায় তাই তিনি ইনস্ট্রাগ্রামে নিজের প্রোফাইল থেকে একটি ভিডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।কিন্তু এরপরই শনিবার ভোর থেকে অভিনেত্রী সাংসদের পেটে ব্যথা শুরু হয়েছে।জানা গেছে,আগে থেকেই মিমির গল ব্লাডারে সমস্যা ছিল।এই মুহূর্তে তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।অসুস্থতার কারণে মিমি চক্রবর্তীর ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের কর্মসূচি বাতিল করা হয়েছে।তবে মিমি চক্রবর্তীর ভুয়ো ভ্যাক্সিন নিয়ে অসুস্থ হওয়া চিকিৎসক মহল সহ যারা ভুয়ো ভ্যাকসিনের শিকার হয়েছেন, তাদের মধ্যে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে।