সুন্দরবন সীমান্তে পুলিশের মাদক বিরোধী মিছিল।

সুন্দরবন সীমান্তে পুলিশের মাদক বিরোধী মিছিল।

শনিবার অর্থাৎ ২৬ জুন বিশ্ব মাদক বিরোধী দিবস।এদিন বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে বসিরহাট হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া,সন্দেশখালি ও হাসনাবাদ সহ মোট ১১ টা থানা বিশ্ব মাদক বিরোধী র‍্যালি করেন।একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন বিভিন্ন জায়গায় পুলিশের মাদক বিরোধী মিছিল দেখা গেল।পাশাপাশি বসিরহাট মহকুমা আইনি সহায়তা কমিটির পক্ষ থেকেও এদিন মিছিলের আয়োজন করা হয়। প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে এই মিছিলে সামিল হয়। মানুষকে সচেতন করতে হাতে প্ল্যাকার্ড এবং তাতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।ব‍্যানারে লেখা ছিল “নেশা ছাড়ুন ,সুস্থ সমাজ গড়ুন,মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক”।এই বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ,এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র,পুলিশ আধিকারিক অনিল সাউ ও লিটন রক্ষিত সহ অন‍্যান‍্য পুলিশ কর্মীরা।সমাজকে মাদক সম্পর্কে সচেতন করতেই তাদের এই উদ‍্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + five =