পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভনের বাংলার শিক্ষক মানস পাড়ই আত্মঘাতী হলেন ৷গতকাল রাত্রিতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির কিছুটা দূরে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ৷ পারিবারের ও প্রতিবেশীরা তাকে ভড়িখড়ি করে নামিয়ে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷সেখানে চিকিৎসক রা তাকে মৃত বলে ঘোষণা করে ৷সূত্র মারফৎ জানা যাচ্ছে তিনি বেশ কয়েকদিন ডিপ্রেশনে ভুগছিলেন ৷ তবে কি কারনে তিনি এই ডিপ্রেশনে ভুগছিলেন তার সঠিক কারণ এখনো জানা যায়নি৷ ময়না থানার পুলিশ মৃত্যুর সঠিক কারন তদন্ত করছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 12 =