মরুশহরে মুখোমুখি ভারত-পাক।

মরুশহরে মুখোমুখি ভারত-পাক।

৫ বছর পর মরুশহরে মুখোমুখি ভারত-পাক। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা বরাবরই আলাদা মাত্রায় থাকে। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপে তবে তো আর কোনো কথাই থাকে না। অবশেষে ৫ বছরের প্রতীক্ষার অবসান। ২০১৬ টি ২০ বিশ্বকাপের পর আবারো মুখোমুখি দুই প্রতিবেশী।শনিবার অগ্রিম দল ঘোষণা হয়েছে পাকিস্তানের তরফে।তবে দলের বিষয়ে এখনও চুপ রয়েছে ভারত।এর আগে ১২ বার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। তবে ফলাফল প্রতিবারই ভারতের পক্ষে।ফলে আজ ১২-০ থেকে ১২-১ করতে মরিয়া বাবার আজামরা।অন্যদিকে আশানুরূপ ফল না পাওয়ায় এটাই অধিনায়ক হিসেবে শেষ টি২০ বিশ্বকাপ বিরাটের।সেই ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে জিতে শুরু করতে মুখিয়ে রয়েছে মেন ইন ব্লু।পাশাপাশি মেন্টর হিসাবে নতুন ভূমিকায় থাকছেন ২০০৭ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কুল ধোনি। আই সি সি রাঙ্কিং এ ২ নম্বরে রয়েছে ভারত।পিছিয়ে নেই পাকিস্তানও, রয়েছে ৩ এ। সে ক্ষেত্রে এক রোমহর্ষক ম্যাচের সম্ভাবনা রয়েছে ক্রিকেটপ্রেমীর কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =