20 ওভার শেষে সানরাইজার্সের স্কোর 287/3
সানরাইজার্সের ব্যাটিং লাইন আপের শীর্ষে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন এবং লোয়ার অর্ডারে প্যাট কামিন্সের মতো তারকার উপস্থিতি যে কোনও প্রতিপক্ষ আক্রমণকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। চিন্নাস্বামীর ছোট মাঠে এই তারকারদের ব্যাট থেকে প্রচুর চার-ছক্কা দেখার আশায় থাকবেন সকলে। কিন্তু নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির রেকর্ড চিন্নাস্বামীর মাঠে একেবারেই ভাল নয়। আটবার চিন্নাস্বামীতে মাঠে নেমে মাত্র দুইবার জিততে পেরেছে সানরাইজার্স। আইপিএলের আর কোনও দলের এই মাঠে এত খারাপ রেকর্ড নেই।
তবে সানরাইজার্সের কাছে আরসিবিকে তাদের ঘরের মাঠে হারানোর হয়তো এটাই সেরা সময়। বিরাট কোহলি চলতি আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাতে অবাক করার কিছু নেই। গত ম্যাচে ফাফ ডু প্লেসি, দীনেশ কার্তিকও রান পেয়েছেন। তবে আরসিবির ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল নিজের ‘বিগ শো’র কোনও ঝলকই এখনও অবধি এই মরশুমে দেখাতে পারেননি। অপরদিকে, বোলিংয়ে মহম্মদ সিরাজের চলতি মরশুমে যে একেবারেই ভাল কাটছে না, তার প্রমাণ পরিসংখ্যানই দেয়। ছয় ম্যাচে মাত্র চার উইকেট নিয়েছেন তারকা ফাস্ট বোলার। তাঁর ইকোনমি ১০.৪০। গ্লেন ম্যাক্সওয়েল চার উইকেট নিয়েছেন বটে, তবে তিনি বাদে আরসিবির কোনও স্পিনারই কার্যত বলার মতো কিছু করেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে।