প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে মালদহের কালিয়াচক ১নং ব্লকের অধীনে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে নতুন ১০ টি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার মালদার কালিয়াচক পুরাতন বাবুরহাট এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রাস্তা ও ড্রেন তৈরীর শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মদক্ষ আরিফুর রহমান মিয়া, কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সরদার, কালিয়াচক থানার আইসি উদয় শংকর ঘোষ সহ অন্যান্য বিশিষ্টরা।
এদিকে, মোথাবাড়ি বিধানসভার এলাকার প্রায় ১০ টি রাস্তা বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরেই পড়েছিল। রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধায়ক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে এ রাস্তা গুলি নতুনভাবে তৈরীর উদ্যোগ নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তা গুলি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকার মোট ১০ টি রাস্তা ও ড্রেন তৈরির জন্য প্রায় ৫ কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তা ও ড্রেন গুলির কাজের শিলান্যাস করা হয়। আগামী কিছুদিনের মধ্যেই রাস্তাগুলির কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। এলাকার বেহাল রাস্তা তৈরি হওয়ায় খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা।