জানা গিয়েছে, পঞ্চমীর সকালে কলকাতা থেকে মালদায় ট্রেনে করে আসেন তিনি এবং পুরাতন মালদা পৌরসভা এলাকার পাশাপাশি বিশেষ করে গ্রামাঞ্চলের পূজা মন্ডপ তিনি উদ্বোধন করেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ পুরাতন মালদা ব্লকের আট মাইল সমাজ কল্যাণ সমিতির শুভ পঞ্চমী উপলক্ষে দিলীপ ঘোষ ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন এবং পুষ্পর্গ ও ফুল দিয়ে দিলীপ ঘোষকে স্বাগত জানান পূজো উদ্যোক্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন, উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, মালদা উত্তর ও দক্ষিণ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত ও পার্থসারথি ঘোষ সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এদিন উক্ত পুজো মন্ডপে দিলীপ ঘোষ জানান, এবছর গ্রামাঞ্চলের মানুষদের জন্য শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা দেওয়ার লক্ষ্যেই তার। তিনি পুরাতন মালদার বিভিন্ন পূজা মন্ডপে এসে উদ্বোধন করেন। পাশাপাশি জানা গিয়েছে এদিন সন্ধ্যায় তার পুরাতন মালদার বিভিন্ন পূজা মন্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =