শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।ষষ্ঠীতে মায়ের বোধনের পালা। এবার গজে আগমন দেবীর। বিদায় নিচ্ছেন নৌকায়। শাস্ত্র মতে, গজে আগমন,ফল– গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। নৌকায় গমন,ফল নৌকায়াং শস্যবৃদ্ধি জলবৃদ্ধিশ্চ। পুরাণ বলে, ষষ্ঠীর দিন মহামায়া লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের হাত ধরে মর্ত্যলোকে আসেন। মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা। অধিবাস, আবাহন, আমন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে মহাষষ্ঠীর মহাআচার সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − seven =