২৮ টি চোরাই মোবাইল সহ ২ যুবককে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃতরা হলেন পাপাই দাস বয়স(২৮)বছর বাড়ি মালদা জেলার ইংরেজ বাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের নঘর কলোনী এলাকায়। আরেকজন হলেন লব মন্ডল বয়স(২০)বছর। বাড়ি ইংরেজ বাজার পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মালদা শহরের সুকান্তপল্লী এলাকায় গোপন সূত্র খবর পেয়ে তাদের দুই জন কে আটক করে পুলিশ। তাদের দুইজনের কাছ থেকে নামিদামি কোম্পানির ২৮ টি মোবাইল উদ্ধার করে। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।