মালদায় দীর্ঘ টালবাহানার পর, শুরু হলো পরিশ্রুত পানীয় জল পরিষেবা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায়ে আনুষ্ঠানিক সূচনা করা হলো সোমবার। নারকেল ফাটিয়ে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। এদিকে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায় আনুষ্ঠানিক সূচনা করা হয়। গত কয়েক বছর ধরে এই জল প্রকল্পের কাজ চলছিল। ইংরেজ বাজার পৌরসভার নাগরিকরা পাবে এই পরিষেবা। ইংরেজ বাজার ব্লকের নিমাসরাই এলাকায় কালিন্দ্রী নদী থেকে জল তোলা হবে। সেই জল পরিশ্রুত হবে দৈবকি পুর এলাকায়। বহু টালবাহানার পর নতুন করে আবার কাজ শুরু হয়। বিধানসভা নির্বাচনের আগে এই প্রসূত পানীয় জলের প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৎপর হোন পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কয়েকশো কোটি টাকা বরাদ্দে তৈরি হয় এই জল প্রকল্প।জানা গিয়েছে, পুরনো লাইন দিয়ে আপাতত এই জলের পরিষেবা দেওয়া হবে পৌরবাসীকে। ইংরেজ বাজার পৌরসভার ২০, ২১, ২২, ২৩, ২৬, ২৭ এবং ২৮ নং ওয়ার্ডের আংশিক পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =