শাসনের ডেউপুকুর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি শুকুর আলী, মূলত মেছো ভেরি ব্যবসার আড়ালে, অস্ত্র পাচারের ব্যবসা ছিল,
শাসন পঞ্চায়েত জুড়ে তার প্রভাব ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ তাকে গ্রেফতার করে, শাসন অঞ্চল জুড়ে কোটি কোটি টাকা মেছো ভেরি ব্যবসা চলে। এইসব মেছো ভেরি কার দখলে থাকবে, এসব নিয়ন্ত্রণ করে অস্ত্র ব্যবসায়ীরা এমনোনতাই জানা গিয়েছে ।